Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রাজবাড়ীর কাপড় বাজারে দুই তরুণীর অভিযোগে দোকানির জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কাপড় বাজারে বেশি দামে মাস্ক বিক্রি করার অভিযোগে দুজন দোকান মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নির্ধারিত দামে মাস্ক বিক্রির জন্য তাদের চুড়ান্ত নির্দেশনা দেয়া হয়েছে। ৯৯৯ নম্বরে ফোন করে দুই তরুণীর দেয়া অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান চলে।

সূত্র জানায়, করোনাভাইরাস প্রতিরোধের উদ্দেশ্যে দুই তরুনী রাজবাড়ী কাপড় বাজারে গতকাল মঙ্গলবার মাস্ক কিনতে যান। দুই দোকানি তাদের কাছ থেকে ২০ টাকা দামের মাস্ক ৬০ টাকায় এবং ৫০ টাকা দামের মাস্ক ১৫০ টাকায় বিক্রি করেন। এ বিষয়টি নিয়ে তরুণীরা অভিযোগ করেন ৯৯৯ নম্বরে ফোন করে। সেই সূত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সন্ধ্যায় অভিযান চালায় দোকান দুটিতে।

অভিযুক্ত ফৌজি গার্মেন্ট নামে দেকানের মালিক নান্নু মিয়া ও মানিকগঞ্জ গার্মেন্ট নামের দোকান মালিক বাবলু শেখকে চার হাজার টাকা করে জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, ৯৯৯ থেকে ঘটনা অবহিত হয়ে অভিযান চালানো হয়। অপরাধ স্বীকার করে নেয়া দুই দোকানিকে চার হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

Exit mobile version