
কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে মতবিমিয় সভা করেছে পিএসটিসি-সংযোগ প্রকল্প। সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসনের সমেম্মলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের জেলা প্রকল্প সমস্বয়কারী শাহানাজ খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসলাম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, জেলা সমাজ সেবা কর্মকর্তা রোকসানা পারভিন, জেলা যুব উন্নয়র কর্মকর্তা মাসুদুল হাসান মানিক প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, এইচ আই ভি এইডস প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষদের আরো সচেতন হতে হবে এবং যার অবস্থান থেকে অগ্রনী ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, সকলের সহযোগীতায় এইডস ও যৌনরোগ প্রতিরোধ সম্ভব।