Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় ইটের মাপ ছোট দেয়ায় দুইটি ভাটাতে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মিরপুরে ইটের মাপ ছোট দেয়ার অভিযোগে দুই ভাটা মালিকের প্রত্যেকের ৫০হাজার টাকা করে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়ার ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর ১২টায় উপজেলার বাড়–ইপাড়া মশান গ্রামের হাজী নুর ইসলামের পিপিআর ব্রিকস ও শরিফুল ইসলামের এমআরবি ব্রিকস-এ এই জরিমানা ধার্য ও আদায় করা হয়।

আদালত পরিচালনায় নেতৃত্বদানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, নির্ধারিত মাপের চেয়ে ছোট সাইজের ইট বিক্রয় করে ভোক্তা ঠকানোর অভিযোগ প্রমানিত হওয়ায় ভোক্তা অধিকার আইনের ৪৮ধারা লংঘনের দায়ে তাদের জরিমানা করা হয়েছে।

Exit mobile version