

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্য ট্রাকের চালক ও সহকারী (হেলপার)।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম সুজন (৩২)। আহতরা হলেন- ট্রাকচালক পান্না হোসেন ও তার হেলপার রানা আহমেদ।
নিহত সুজন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কাবিল হোসেনের ছেলে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।