অনলাইন ডেস্ক : দেশে প্রথম যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে একজন গতকাল বৃহস্পতিবার বিকেলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরো একজন সুস্থ হলেও তিনি পরিবারের আরেক সদস্য চিকিৎসাধীন থাকায় হাসপাতালে রয়ে গেছেন। চিকিৎসাধীন থাকা নারীর শারীরিক অবস্থা এখন ভালো। তিনিও স্বাভাবিকভাবে হাঁটাচলা খাওয়া-দাওয়া করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আগে সুস্থ হওয়া দুজন পুরুষই ইতালি থেকে দেশে ফিরেছিলেন। চিকিৎসকদের ধারণা তাদের মাধ্যমেই পরিবারের একজন নারী সদস্যের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।