Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাস ম্যাপের প্রলোভন দেখিয়ে তথ্য চুরি

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সর্বশেষ তথ্যনির্ভর ‘করোনাভাইরাস ম্যাপ’-এর প্রলোভন দেখিয়ে কম্পিউটারে মেলওয়্যার আক্রমণ চালাচ্ছে একদল হ্যাকার। এ জন্য করোনা নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের আদলে ভুয়া ওয়েবসাইটও তৈরি করেছে তারা। ওয়েবসাইটে ঢুঁ মারলেই সর্বশেষ আক্রান্ত ব্যক্তিদের তথ্যনির্ভর ‘করোনাভাইরাস ম্যাপ’ সরাসরি দেখার জন্য একটি অ্যাপ ডাউনলোডে বাধ্য করা হয়।

ডাউনলোড করলেই গোপনে কম্পিউটার থেকে ব্যবহারকারীদের আইডি, পাসওয়ার্ডসহ ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহ করতে থাকে অ্যাপটি। প্রথম এ সাইবার হামলার সন্ধান পান সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘রিজন ল্যাবস’এর গবেষক শাই আলফাসি। প্রাথমিকভাবে উইন্ডোজ কম্পিউটারে হলেও ভবিষ্যতে অন্যান্য অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসেও এ হামলা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তিনি।সূত্র:ইন্টারনেট

Exit mobile version