অনলাইন ডেস্ক : ইতালিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে ইউরোপের এই দেশটিতে।
এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবারে রেকর্ড আরও ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে
দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬৬ জনে। এছাড়াও মোট আক্রান্ত হয়েছেন ১৭,৬৬০ জন। এ অবধি সুস্থ হয়েছেন ১৪৩৯। আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ১৩২৮ জন।
করোনার প্রকোপ বৃদ্ধি ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় দেশটির প্রধানমন্ত্রী গিসেপে কন্তে লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন। পুরো দেশজুড়েই ভ্রমণ নিষেধাজ্ঞা ও জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।