দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ বন্ধ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী প্রবেশ বন্ধ করেছে ইমিগ্রেশন বিভাগ। গতকাল শনিবার সকাল থেকে ভারতে প্রবেশের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে এই সীমান্ত দিয়ে ভারতীয় পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশে আসতে পারবে।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই রাশেদুল হাসান জানান, গত শুক্রবার বিকেলে ঢাকা বিশেষ শাখা থেকে ই-মেইলের মাধ্যমে দর্শনা ইমিগ্রেশন পুলিশকে স্থলবন্দর বন্ধের নির্দেশনার পরিপত্র প্রেরণ করা হয়। সে পত্র মোতাবেক গতকাল শনিবার সকাল থেকে দর্শনা সীমান্ত চেকপোস্ট ইমিগ্রেশন বন্ধ রাখা হয়েছে। তবে ভারত থেকে আগত যাত্রী বাংলাদেশে ঢুকতে পারবে। এক্ষেত্রে তাদেরকে ভারত সরকারের নিয়ম মেনে সীমান্ত পার হতে হবে।

এদিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন দিয়ে আজই শেষ হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল। গতকাল শনিবার সকালে ভারতের উদ্দেশে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেস। এ সময় ট্রেনে কোনো বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ছিলো না বলে জানিয়েছেন দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন মাষ্টার মীর লিয়াকত আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *