করোনাভাইরাস আতঙ্কে পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তের ভয়ে ভারতের পশ্চিমবঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার এ ঘোষণা দেওয়া হয়। আগামী সোমবার (১৬ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। অভ্যন্তরীণ কোনো পরীক্ষা চলবে না বলে জানানো হয়েছে।

ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *