Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

১৭ রান প্রথম বলেই !

অনলাইন ডেস্ক: মাত্র এক বলে ১৭ রান। শুনতে অবাস্তব মনে হলেও ঘটনাটি সত্য। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ‘বিগ ব্যাশ’ এ ঘটেছে এমন ঘটনা। 

গত বৃহস্পতিবার হোবার্ট হ্যারিকেন্স বনাম মেলবোর্ন রেনেগেডসের এক ম্যাচে ঘটেছে বিচিত্র এ কাণ্ড। ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে মেলবোর্ন। প্রতিপক্ষ হোবার্ট হ্যারিকেন্সের হয়ে প্রথম ওভার করেন রাইলি মেরেডিথ। তার প্রথম বল থেকেই আসে ১৭ রান। ওই ওভার থেকে মেলবোর্ন তোলে ২৩ রান। ৮ রানই এসেছে ওয়াইড আর নো বল থেকে। পাঁচটি ওয়াইড ও তিনটি নো বল করেন রাইলি।

রাইলির প্রথম বলটি নো হয় (এক রান)। পরেরটা ছিল ওয়াইড বল। উইকেটকিপার বল ধরতে পারেননি। বল বাউন্ডারি লাইন অতিক্রম করে। সেই ডেলিভারি থেকে আসে পাঁচ রান। পরের বলটি আবার নো ও বাউন্ডারি (পাঁচ রান)। তার পরের ডেলিভারিটিও নো বল এবং বাউন্ডারি (পাঁচ রান)। শেষে তিনি একটি ইয়র্কার দেন। তা থেকে আসে এক রান।

রাইলির সেই ভয়ঙ্কর ডেলিভারি মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।  তবে শুরুটা অত্যন্ত খারাপ হলেও শেষমেশ রাইলির দল হোবার্ট হ্যারিকেন্সই জিতেছে। ম্যাচে তিন ওভার বল করে ৪৩ রান দেন রাইলি।

Exit mobile version