শার্শায় বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিভিন্ন আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের উপস্থিতিতে শার্শা উপজেলা চত্বরে জাতীয় সংগীত বাজিয়ে বাংলাদেশের লাল-সবুজ ও মুজিববর্ষের পতাকা  উত্তোলনের মাধ্যমে স্বল্প পরিসরে দিনের কর্মসূচী শুরু করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানানো হয় এবং জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এসময় উপজেলা চত্বরে একটি আমগাছের চারা লাগানো হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুিজবুর রহমানের রাজনৈতিক জীবনের উপর আলোচনা ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিজবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, শার্শা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহমুদ আল্ ফরিদ ভুইয়া, বেনাপাল পোর্ট থানার ওসি মামুন খান, নাভারণ হাইওয়ে থানার ওসি জহিরুল হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী, বেনাপোল ফায়ার ষ্টেশনের সেকেন্ড অফিসার আব্দুল ওহাব, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,  উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *