‘করোনা পরীক্ষার কিট আবিষ্কারের দাবি গণস্বাস্থ্যের’

অনলাইন ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের একটি প্রতিষ্ঠান আরএনএ বায়োটেক লিমিটেড দাবি করেছে, তারা কোভিড-১৯ ভাইরাস পরীক্ষার কিট আবিষ্কার করেছে। যার দাম রাখা হবে মাত্র ২০০ টাকা।

এখন ওষুধ প্রশাসনের মহাপরিদপ্তর অনুমোদন দিলেই তা বাজারজাত করা সম্ভব হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ গণমাধ্যম-কে জানিয়েছেন, সিঙ্গাপুর এবং গণস্বাস্থ্যের একটি গবেষক দল মিলে এই আবিষ্কার করেছে। দেশে করোনা পরীক্ষা করার কিটের যে সংকট আছে তা এই আবিষ্কারে দূর হবে বলে আমরা আশা করি।

তিনি আরো বলেন, ওষুধ প্রশাসনের মহাপরিদপ্তরের অনুমোদনের জন্য আমরা আবেদন করেছি। অনুমতি পেলে আমরা একমাসের মধ্যেই বড় উৎপাদনে যাবো।

আমরা মাত্র ২০০ টাকায় জনগণকে কিটটি সরবরাহ করবো। আর সরকারের উচিৎ এমন নিয়ম করা যাতে জনগণ মাত্র ৩০০ টাকাতেই করোনাভাইরাসের পরীক্ষা করাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *