Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাসের কারণে এক বছর পেছাল ইউরো চ্যাম্পিয়নশিপ

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট ইউরো ২০২০। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা আজ এই সিদ্ধান্ত জানিয়েছে। এ বছরের ১২ জুন থেকে ১২ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরো ২০২০। কিন্তু পুরো বিশ্ব তথা ইউরোপ জুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আসন্ন আসরটি স্থগিত করতে বাধ্য হলো উয়েফা।

নতুন সুচি অনুযায়ী টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই। করোনাভাইরাসের কারনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠকে বসেছিল উয়েফার ৫৫টি দেশের ফুটবল ফেডারেশন, ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন ও ইউরোপিয়ান লিগগুলো। সেখানেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইউরো এক বছরের জন্য পিছিয়ে যাওয়ায় স্থগিত হয়ে যাওয়া ইউরোপিয়ান লিগগুলোর আসর পূর্ণ হওয়ার সম্ভাবনা জেগেছে। করোনাভাইরাস পরিস্থিতির আশানুরূপ উন্নতি হলে প্রতিযোগিতাগুলো এখন তা পুষিয়ে নেওয়ার সময় ও সুযোগ পাবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত সপ্তাহে একে একে স্থগিত করা হয় ইউরোপের শীর্ষ পাঁচ লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ। তখন থেকেই ইউরো নিয়ে শংকা জেগেছিল।

Exit mobile version