কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রেল স্টেশন এলাকার জান্নাতুল ফেরদৌস (৩) নামের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল রেল স্টেশন এলাকার তোফাজ্জেল হোসেন টুকুর মেয়ে।
কোটচাঁদপুর থানার ওসি মোঃ মাহবুবুল আলম জানান, নিহত শিশুকন্যাদের বাড়ির এক পাশে রাজবাড়ী জেলার দুলাল নামের এক কাপড় ব্যবসায়ী ভাড়া থাকতো। আছরের নামাজের সময় নিহত শিশুকন্যার পিতা তোফাজ্জেল নামাজ পড়ে এসে মেয়েকে খোঁজ করতে থাকে। ডাকাডাকি করে না পাওয়ায় দুলালের ঘরে গিয়ে দেখে জখম অবস্থায় শিশুটি পড়ে আছে। এ সময় কুপিয়ে শিশুটির ডান হাতের কব্জি আলাদা ও ভুঁড়ি বের করে দেওয়া হয়। তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ ঘাতক দুলালকে গ্রেফতারের চেষ্টা করছে। নিহতের পরিবারের দাবি, ভাটাটিয়ায় শিশুটিকে হত্যা করেছে।