কুষ্টিয়া প্রতিনিধি : মুজিব জন্মশতবর্ষে কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় জেলা পরিষদ চত্বরে এই মুর্যালের উদ্বোধন করেন চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারি প্রকৌশলী শফিকুল আজম, প্রশাসনিক কর্মকর্তা শাহিনুজ্জামানসহ জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন ।
পরে ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চেয়ারম্যানসহ কর্মকর্তারা। পরে জেলা আওয়ামী লীগ, যুবলীগের নেতারা শ্রদ্ধা জানান। এরপর কেক কাটা হয়।
এর আগে সকালে কালেক্টটরেট চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনসহ অন্যান্য সরকারি সংস্থার কর্মকর্তারা। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার তানভীর আরাফাতসহ উর্দ্ধতন কর্মকর্তারা ।