ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : আজ সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় ৫ দিন আগে কাতার থেকে আসা এক প্রবাসী নিষেধাজ্ঞা অমান্য করে ভেড়ামারা পূবালী ব্যাংকে আসেন। বিষয়টি ব্যাংক কতৃপক্ষের নজরে আনেন কয়েকজন গ্রাহক। ব্যাংক ম্যানেজার বিষয়টি ভেড়ামারা থানাকে জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্জালাল ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন। এরপর ভেড়ামারা উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ সোহেল মারূফ মোবাইল কোর্টের মাধ্যমে ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং তাকে সতর্ক করে দেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্জালাল জানান প্রবাসি ব্যাক্তির নাম শরিফুল ইসলাম (৩৮), পিতা ওয়ারেস প্রাং গ্রাম মজলিসপুর, মিরপুর। তাকে দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক সংক্রামক সংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করার কারণে ৫০০০( পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়।
Posted in সমগ্র জেলা
হোম কোয়ারেন্টিনে না থাকায় কুষ্টিয়া ভেড়ামারায় এক কাতার প্রবাসীকে ৫০০০ টাকা জরিমানা
March 18, 2020