অনলাইন ডেস্ক : করোনা সতর্কতায় বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী যাওয়া-আসা বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের ভারতে ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় হাইকমিশন। এ সিদ্ধান্ত কার্যকর হবে ১৮ মার্চ থেকে।
গতকাল বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকরা ভারতে ফিরে যেতে পারবেন। তবে ভারত ভ্রমণকারী ভারতীয় নাগরিকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আর ১৮ মার্চ থেকে তারা ফিরতে পারবেন।
বাংলাদেশ থেকে ভারতে স্পাইস জেট, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফিরতে পারবেন তারা। এ ছাড়া বিভিন্ন স্থলবন্দরের সীমান্ত দিয়েও ফিরতে পারবেন বলে জানানো হয়।