অনলাইন ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে ১৭ লাখ ৩৯ হাজার মেট্রিক টন খাদ্য মজুদ আছে। করোনাভাইরাস সংক্রান্ত বিষয়কে পুঁজি করে কেউ যদি চালের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
সাধন চন্দ্র মজুমদার দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, অযথা ঘরে ঘরে ২-৩ মাসের চাল মজুদ করার কোনো প্রয়োজন নেই। কোনো ব্যবসায়ী বা মিল-মালিকরা যদি সংকট তৈরি করার চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
খাদ্যমন্ত্রী বলেন, কোনো কারণে যদি চালের সমস্যা তৈরি হয় সে ক্ষেত্রে সরকার বিদেশ থেকে চাল আমদানি করে চালের দাম স্থিতিশীল রাখবে সরকার।