Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ইতালিতে করোনাভাইরাসে আরো ৪৭৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : মৃত্যু যেন পিছু ছাড়ছে না ইতালির। প্রাণঘাতী করোনাভাইরাসে থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরো ৪৭৫ জন। এখন পর্যন্ত যেকোনো দেশে করোনায় একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

করোনাভাইরাসে চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালি। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ২০৭ জনের শরীরে এনসিওভি-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭১৩ জন। এদের মধ্যে অন্তত ২ হাজার ৯৭৮ জন প্রাণ হারিয়েছেন।

প্রায় দুই সপ্তাহ ধরেই অবরুদ্ধ গোটা ইতালি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময়সীমা আরো বাড়ানো হতে পারে। জনগণকে আপাতত বাড়ির বাইরে বের না হতে অনুরোধ জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

Exit mobile version