কুষ্টিয়ায় প্রাইভেট পড়ানোর দায়ে দুই শিক্ষককে দণ্ড

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি নির্দেশ অমান্য করে প্রাইভেট পড়ানোর দায়ে ইংরেজি ও গণিতের দুই শিক্ষককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী।

সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী জানান, উপজেলার ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষক সরকারি নির্দেশ অমান্য করে কয়েকটি ব্যাচে প্রাইভেট পড়াচ্ছেন এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। স্কুলটির দুটি কক্ষে শতাধিক শিক্ষার্থীকে পড়ানোর সময় দণ্ডবিধির ২৯১ ধারায় ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় তাদের।
এসময় তার সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার আবু সালেকসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *