অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেল ইউরোপের দেশ ইতালি। ইউরোপের এই দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারায় ৪২৭ জন।
অন্যদিকে, করোনাভাইরাসের উৎসস্থল চীনে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ২৪৫ জন এবং দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৯২৮।
এছাড়া ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৫ জন।