‘করোনাভাইরাস : সারাদেশ থেকে ২৪ ঘণ্টায় ২৫,৯১৬ ফোন কল’

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) খোলা হটলাইনে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৮৩৮ জন সেবা নিয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই ২৫ হাজার ৯শ’ ১৬টি ফোন কল এসেছে সারাদেশ থেকে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, দেশে করোনাভাইরাসে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭-তে দাঁড়ালো। এখন পর্যন্ত মৃতের সংখ্যা একজনই।
আবুল কালাম আজাদ জানান, ইতোমধ্যে ৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। নতুন করে আক্রান্ত তিনজনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুইজনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। আক্রান্তদের পরিবারের একজন ইতালি ফেরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *