অনলাইন ডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভারতে করোনা আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। এদিন সকালেই চণ্ডীগড়ে ২৩ বছরের এক যুবতীর শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। সাম্প্রতিক সময়ে তিনি ইউকে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।
ভারতের মোট সংখ্যার মধ্য়ে ৩২ জন বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে ১৭ জন ইতালির, ৭ জন ইন্দোনেশিয়ার, তিন জন ফিলিপিনসের, ২ জন ইউকে এবং ১ জন কানাডার নাগরিক। এই১৭০-এর মধ্যে যে তিন জনের মৃত্যু হয়েছে তাঁদেরও ধরা হয়েছে। এখনও পর্যন্ত চিকিত্সার পর সুস্থ অবস্থায় ছাড়া পেয়েছেন ১৬ জন।
কেবল চণ্ডীগড়ই নয়, বৃহস্পতিবার সকালে অন্ধ্রপ্রদেশেও নতুন করে খোঁজ পাওয়া গিয়েছে করোনা আক্রান্ত এক ব্যক্তির।রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২। বুধবার শ্রীনগরে খোঁজ পাওয়া গিয়েছে প্রথম করোনা আক্রান্তের। ট্যুইট করে এই খবর জানিয়েছেন শ্রীনগর মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র। জম্মু-কাশ্মীরে এই নিয়ে ৪ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। লাদাখে সংখ্য়া ৮।