Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যশোর-বেনাপোল মহাসড়কে উন্নয়ন প্রকল্পের সংস্কার কাজ শেষ না হওয়ায় ভোগান্তি

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহা সড়কটিতে উন্নয়ন প্রকল্পের সংস্কার কাজ চলছে ধীরগতিতে। ফলে ভোগান্তিতে আছেন হাজার হাজার মানুষ। বিশেষ করে ধুলার কারণে নাকাল হচ্ছেন শিশু-কিশোরেরা। বাড়ছে নানা রোগ বালাই। বয়স্করাও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। নাভারন থেকে বেনাপোল চেকপোস্ট পর্যন্ত রাস্তাটি খোড়াখুড়ি অবস্থায় পড়ে আছে। কবে নাগাদ সড়কের সংস্কার কাজ শেষ হবে এ নিয়ে হতাশায় লোকজন।

স্থানীয়রা জানান, গত দেড় বছর ধরে কাজ  চললেও এখনও পর্যন্ত কাজ শেষ হয় নাই। এর মধ্যে খোঁড়া জায়গায় ইটের সুরকী ফেলে রোলার করা হয়। কিন্তু দীর্ঘদিন থেকে কাজের কোন অগ্রগতি না হওয়ায় এখন শুষ্ক মৌসুমের শুরুতেই ধুলার অতিষ্ঠ পথচারীরা।
এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে যশোর-বেনাপোলে যাতায়াত করে। সড়কটি সারাক্ষণ ধূলিময় থাকে পথচারী-যাত্রীদের ধুলার উপদ্রব সহ্য করেই পথ চলছেন। দীর্ঘদিন ধরে কাজ শেষ না হওয়ায় নানা রোগে ভুগছে সাধারন মানুষ।
Exit mobile version