অনলাইন ডেস্ক : চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে বিশ্বের অন্তত ১৭২ টি দেশ ও অঞ্চলে। করোনার হানা থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় ২০ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ জনের।
এদিকে, বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করার লক্ষ্যে চীন থেকে বাংলাদেশে পৌঁছেছে ২ হাজার নতুন কিট। আর অল্প সময়ের মধ্যে নতুন ১ লাখ কিট দেশে এসে পৌঁছাবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকার বাইরে দ্রুত বিভিন্ন বিভাগে এই পরীক্ষা সম্প্রারণ করা হবে। ঢাকার বাইরে কেবলমাত্র বরিশাল বিভাগ ছাড়া প্রতিটি বিভাগে এ পরীক্ষা করার সুবিধা রয়েছে।