Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

পাবনায় হোম কোয়ারেন্টাইনে ৩৯৯ জন

পাবনা প্রতিনিধি : পাবনায় গত চব্বিশ ঘণ্টার ব্যাবধানে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৩৩১ জনকে। সব মিলে জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৯৯জন। এর মধ্যে পাবনা ঈশ্বরদী উপজেলার রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ১৭৭জন বিদেশীসহ বিদেশ থেকে আসা মোট ২৭৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদিকে করোনা আতঙ্কে সাধারণ ক্রেতারা বাজারের ভোগ্যপণ্যে ক্রয়ের জন্য ভিড় করছে। আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধি নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, জেলার বিভিন্ন উপজেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় সদর উপজেলায় ২২, ঈশ্বরদীতে ২৭০, আটঘরিয়ায় ৭, বেড়া ৭, চাটমোহরে ৪, ভাঙ্গুড়ায় ২, ফরিদপুরে ৭ এবং সুজানগরে ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

Exit mobile version