ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪২১ জনকে। বর্তমানে জেলায় সব মিলিয়ে হোম কোয়রেন্টইনের আছে ৪৬৩ জন। তবে তাদের শরীরে এখন পর্যন্ত কোন করোনা ভাইরাস পাওয়া যায়নি। হোম কোয়ারেন্টাইনে থাকা সকলেই বিভিন্ন দেশে থেকে আসা প্রবাসী বলে জানা গেছে।
ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন মো. খালেদুর রহমান মিয়া জানান, বর্তমানে ফরিদপুরে ৪৬৩ জনকে হোম কোরাইনটাইন করা হয়েছে। এছাড়া তিনজনের মেয়াদ শেষ হওয়ার পর তাদের বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মানুষের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিং করে চলেছে।
সম্প্রতি সময়ে ৪হাজার ৩জন প্রবাসী ফরিদপুরে আসার পরে কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও সেই নির্দেশনা সকলে মানছেন না। তবে জেলার নগরকান্দা, বোয়ালমারী ও চরভদ্রাসন উপজেলায় বিদেশ ফেরত ৫ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইন না মানায় বিভিন্ন অংকে অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়েছে।