যশোর জেলা পরিষদ ভবন ধ্বংস হতে দেওয়া হবে না- সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ

এবিএস রনি(যশোর): আধুনিকতার নামে যশোর জেলা পরিষদ ভবন ধ্বংস হতে দেওয়া হবে না এমন মতামত দিয়েছেন যশোরের সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দরা। গতকাল সোমবার জেলা পরিষদ ভবনে মতামত জরিপে সবাই এ মতামত দেন। যশোর জেলা পরিষদ ভবন রক্ষার পক্ষে এ মতামত জরিপ অনুষ্ঠিত হয়।


এ সময় তারা বলেন, যশোর জেলা পরিষদ ভবন এ অঞ্চলের ঐতিহ্যের স্মারক। ইতিহাস ও কালের সাক্ষী। আধুনিকতার নামে এ ভবনকে কোনভাবেই ধ্বংস হতে দেওয়া হবে না। স্থায়ীন সরকার বিভাগের পরিচালক হোসেন আলী খোন্দকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সিনিয়র সাংবাদিক রকুনউদদ্দৌল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব সাকিরুল কবীর রিটন ও প্রজন্মের ভাবনার বার্তা সম্পাদক অসীম বোস।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাফুজ্জামান পিকুল, নির্বাহী কর্মকর্তা এসএএম রফিকুননবী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *