এবিএস রনি(যশোর): আধুনিকতার নামে যশোর জেলা পরিষদ ভবন ধ্বংস হতে দেওয়া হবে না এমন মতামত দিয়েছেন যশোরের সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দরা। গতকাল সোমবার জেলা পরিষদ ভবনে মতামত জরিপে সবাই এ মতামত দেন। যশোর জেলা পরিষদ ভবন রক্ষার পক্ষে এ মতামত জরিপ অনুষ্ঠিত হয়।
এ সময় তারা বলেন, যশোর জেলা পরিষদ ভবন এ অঞ্চলের ঐতিহ্যের স্মারক। ইতিহাস ও কালের সাক্ষী। আধুনিকতার নামে এ ভবনকে কোনভাবেই ধ্বংস হতে দেওয়া হবে না। স্থায়ীন সরকার বিভাগের পরিচালক হোসেন আলী খোন্দকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সিনিয়র সাংবাদিক রকুনউদদ্দৌল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব সাকিরুল কবীর রিটন ও প্রজন্মের ভাবনার বার্তা সম্পাদক অসীম বোস।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাফুজ্জামান পিকুল, নির্বাহী কর্মকর্তা এসএএম রফিকুননবী প্রমুখ।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2024 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.