এবিএস রনি, যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় সাজা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে আটক করেছে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
২১ শে মার্চ (শনিবার) ঝিকরগাছা থানার বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান এর নির্দেশে, এস.আই নিয়ামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে, জি আর ২৬৩/১৯ সাজা প্রাপ্ত আসামি মো. আসাদকে আটক করেছে পুলিশ।
আটককৃত মো. আসাদ ঝিকরগাছা থানার বাঁকড়া ইউনিয়নের রায় পটল গ্রামের মৃত ইবাদ আলী মোড়লের ছেলে।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে সাজা ও বিভিন্ন মামলার পলাতক আসামীকে আটক করা হয়েছে এবং আসামীকে জেল হাজতে প্রেরন করার প্রক্রিয়া চলছে।