Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চিকিৎসক না থাকায় বেনাপোল ইমিগ্রেশনে ৩ ঘন্টা আটকে সহস্রধীক যাত্রী

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষার কোন চিকিৎসক না থাকায় গতকাল শনিবার সকালে প্রায় ৩ ঘন্টা আটকে ছিল ভারত ফেরত সহস্রধীক পাসপোর্টধারী যাত্রী। এসময়  চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রী রুমেল বার্তাটোয়েনাটিফোরকে বলেন, তারা ভারতে প্রয়োজনীয় কাজ শেষে ভোর ৬ টায় বেনাপোল ইমিগ্রেশন আসেন। কিন্তু ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা  না থাকায় ইমিগ্রেশন পুলিশ তাদের পাসপোর্ট সিল বন্ধ করে দেয় ।
যাত্রী তাহামিনা বলেন, প্রায় ৩ ঘন্টারও অধিক সময় পরিবার পরিজন নিয়ে আটকা  পড়েন। এতে ভোগান্তির পাশাপাশি যাতায়াতের ট্রেন,বাস না পাওয়ায় এখন কিভাবে বাড়িতে ফিরবেন দুঃচিন্তায় পড়েছেন।
বেনাপোল ইমিগ্রেশনের মেডিকেল অফিসার নাজিম উদ্দনি বলেন, তাদেরকে নিজস্ব ব্যবস্থাপনায় যশোর থেকে এসে অফিস করতে হয়। কিন্তু এত ভোরে বাস সংকটে আসতে দেরি হচ্ছে।এছাড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছেন স্বাস্ত্য পরীক্ষার ফরমে মেডিকেল অফিসারের সহ,ছিল থাকতে হবে। এক্ষেত্রে একজন মেডিকেল অফিসারের পক্ষে এতকিছু করা অসম্ভব হয়ে দাড়িয়েছে।
Exit mobile version