অনলাইন ডেস্ক : সোমবার (২৩ মার্চ) থেকে ভারতের কলকাতাসহ দেশটির পশ্চিমবঙ্গের সব পৌর এলাকা লকডাউনের ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তর আগেই অবশ্য সারা ভারতে করোনা সংক্রামিত ৭৫টি জেলা লকডাউনের পরামর্শ দিয়েছিল ভারত সরকার। আর এই তালিকায় ছিল কলকাতাও।
আগামী ৩১ মার্চ পর্যন্ত কলকাতাকে সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত কেন্দ্রের পরামর্শ মেনেই সিদ্ধান্ত কার্যকর করল পশ্চিমবঙ্গ রাজ্য। তবে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে বলে জানা গেছে। কোনও জরুরি সেবা এই লকডাউনের আওতায় থাকছে না। আগেই কলকাতায় লকডাউনের পরামর্শ দেয়। সেই পরামর্শ মানার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য একটু এগিয়ে গোটা রাজ্যের সব পৌর এলাকা এই লকডাউনের আওতায় নিয়ে এল।
করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যেই ভারতজুড়ে রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন করা হয়েছে একের পর এক রাজ্য। রাজস্থান, ওড়িশা, পাঞ্জাবের মতো রাজ্যে লকডাউন ঘোষিত হয়েছে।