অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শতাধিক ব্যক্তি মারা গেছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এতে করে ডোনাল্ড ট্রাম্পের দেশে করোনায় প্রায় চারশ মানুষের প্রাণহানি ঘটল। জানা গেছে, নিউইয়র্ক, ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়ায় মৃত্যুহার বেশি।
নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, করোনাভাইরাসের কারণে পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে। হাসপাতালে প্রয়োজনীয় সামগ্রীর অভাব দেখা দিতে পারে।
তিনি আরো বলেন, মাত্র ১০ দিনের মধ্যে আমরা সঙ্কটের মধ্যে পড়তে পারি। আমরা যদি অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করতে না পারি, তাহলে মানুষ মারা যাবে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩১ হাজার ৫৭ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার মধ্যে ৩৯০ জন মারা গেছেন।