ন্যাশনাল ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার (২৪ মার্চ) সারা দেশে সেনাবাহিনী নামছে। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে বিমান, নৌবাহিনীর সদস্যরাও থাকবে।
সংবাদ সম্মেলন শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব কালের কণ্ঠকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে যে সংখ্যক সেনাবাহিনীর সদস্য চাওয়া হবে সে অনুযায়ী স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করবেন।
ব্রিফিংয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং সেই আলোকে নির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর অফিসে দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগটি সার্বক্ষণিক খোলা রয়েছে। করোনা মোকাবেলায় ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশরাও কাজ করছে।