ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১৪ জন পলাতক আসামীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) দিনভর অভিযান শেষে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার শিকড়ী পূর্বপাড়া গ্রামের বাবু মোড়লের ছেলে ওয়াসিম আলী, নামাজগ্রামের আজিবর রহমানের ছেলে ইমরান হোসেন, ভবেরবেড় গ্রামের হাকিম আলীর ছেলে শাওন মিয়া, ভবেরবেড় গ্রামের কালাচানের ছেলে আকাশ, গাতিপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফজলু মিয়া, পুটখালী গ্রামের জাকির হোসেনের ছেলে সবুজ হোসেন, সাদীপুর গ্রামের সাহেব আলীর মমিন, ভবেরবেড় গ্রামের মৃত: আব্দুল ব্যপারীর ছেলে মুন্সী ব্যাপারী, সাদিপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে হাসান, ভবেরবেড় গ্রামের রাজু শেখের ছেলে হানিফ, গাতিপাড়া গ্রামের আঃ মালেক হোসেনের ছেলে অনিক হোসেন, ভবেরবেড় গ্রামের রাজু শেখের ছেলে হানিফ শেখ, ভবেরবেড় গ্রামের মৃত: সৈদয় সরদারের ছেলে মজিবর সরদার।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামীরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের বিকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।