Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘সাধারণ ছুটিতে ১০টা থেকে দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা’

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় দেশের ব্যাংকিং ব্যবস্থার কর্মঘন্টা কমিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। সর্বসাধারণের প্রয়োজনীয়তায় ব্যাংক খোলা থকলেও সকাল ১০ টা থেকে দেড়টা পর্যন্ত কর্মঘন্টা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, ফলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে দেশের সব অফিস-আদালত। এই সাধারণ ছুটিতেও প্রয়োজনীয়তার তাগিদে খোলা থাকবে ব্যাংক সেবা।

সাধারণ ছুটির এই সময়ে ব্যাংকগুলো খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। তবে লেনদেনর সময় আরো সীমিত। লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

Exit mobile version