‘পুলিশ-সাংবাদিকদের নিরাপত্তা সরঞ্জাম দিতে হাইকোর্টে রিট’

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে জরুরি দায়িত্ব পালনকারী পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য ও সাংবাদিকদের পিপিই, মাস্কসহ নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জে আর খান রবিন সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন। চলতি সপ্তাহে যেকোনো দিন এই রিট আবেদনের ওপর শুনানি করা হবে বলে জানান ওই আইনজীবী।

রিট আবেদনে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও তথ্য সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান, প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালকসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদী করা হয়েছে।

আবেদনে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য ও সাংবাদিকদের পিপিইসহ নিরাপত্তা সরঞ্জামাদি সরবরাহের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এর আগে গত ১৯ মার্চ সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু নোটিশের কোনো জবাব না পেয়ে এ রিট আবেদন করা হয়েছে বলে জানান আইনজীবী মো. জে আর খান রবিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *