আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : করোনাভাইরাস প্রতিরোধে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কোয়ারেন্টাইনে থাকা বাড়িগুলি চিহ্নিত করতে লাল পতাকা উত্তোলন করেছে পুলিশ। গত ২ দিন ধরে উপজেলার বিভিন্ন গ্রামে ৬৪ জন প্রবাসির বাড়িতে লাল পতাকা উত্তোলন করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি আলমঙ্গীর কবীর জানান, নীরব ঘাতক করোনাভাইরাস প্রতিরোধে বিদেশফেরত ব্যক্তিদের বাড়িতে পতাকা টাঙানো হচ্ছে। যাতে অন্যরা সতর্ক হতে পারেন।
সোমবার আলমডাঙ্গা থানাপাড়ার ইতালি ফেরত ১ যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এদিকে আলমডাঙ্গাসহ জেলায় যেসব স্থানে সাপ্তাহিক গরু, ছাগলের হাট বসে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।