কুষ্টিয়ার দৌলতপুরে ৭৮ প্রবাসীর বাড়িতে লাল পতাকা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের বিভিন্ন এলাকার বিদেশ ফেরতদের বাড়ি চিহ্নিত করে তাদের বাড়িতে লাল পতাকা উড়িয়ে পুলিশ।  সোমবার উপজেলার মহিষকুন্ডি, ভাগজোত, প্রাগপুর, আদাবাড়িয়া, তেকালা, ধর্মদহ, শেহালা, বোয়লিয়া, খলিশাকুন্ডি, বড়গাংদিয়া, দৌলতপুর ও মথুরাপুরসহ ১৪ ইউনিয়নের বিভিন্ন এলাকার বিদেশফেরত ৭৮ জন হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা উড়ানো বা লাগানো হয়েছে। যারা সার্বক্ষনিক প্রশাসনের নজরদারিতে আছেন।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী শনিবার উপজেলা বিভিন্ন এলাকায় বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সতর্ক ও সচেতন করেছেন। তারা যেন কোনভাবেই ঘরের বাইরে বের না হ’ন এবং হোম কোয়ারেন্টাইনে থাকেন বা মেনে চলেন। এছাড়াও দৌলতপুরের ১৪ ইউনিয়নের ১৪ জন অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে হোম কোয়ারেন্টাইনে থাকা ৭৮ জন বিদেশ ফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টাইন মানছেন কিনা তা তদারকি করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *