বেনাপোল প্রতিনিধি : ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হঠাৎ করে বাংলাদেশে আসা ভারতীয় নাগরিকদের দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করায় বেনাপোল চেকপোস্টে আটকা পড়েছে প্রায় শতাধিক ভারতীয় নাগরিক। এর মধ্যে বেশি ভাগ জম্মু কাশ্মীর এর বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, হঠাৎ করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় নাগরিকদের তাদের দেশে প্রবেশ বন্ধ করে দিয়েছে । বন্ধ থাকায় বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সম্মূখে শতাধিক ভারতীয় পাসপোর্ট যাত্রী ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছেন। তবে ভারতে অবস্থানকারী বাংলাদেশী পাসপোর্ট যাত্রী বাংলাদেশে প্রবেশে কোন নিষেধাজ্ঞা না থাকায় তাদের দেশে আসতে দেখা যায়।