যশোরের শার্শার বাগআঁচড়া বাজরে ভ্রম্যমান আদালতের অভিযানে চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : শার্শায় ভ্রাম্যমান আদলত অভিযান চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে উপজেলার বাগআঁচড়া বাজারে বিভন্ন আড়ৎ ও মুদি দোকানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরসেদ আলম চৌধুরি।

ভ্রম্যমান আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান,বিভিন্ন মারফত জানতে পারি করোনা ভাইরাসে মানুষ যখন অতঙ্কিত, এটা কে পুঁচি করে বিভিন্ন অসাধু ব্যবসায়ী নিত্যপণ্য দ্রব্য বেশী মুল্যে বিক্রি করছে। এমন খবরে বাগআঁচড়া বাজারে অভিযান পরিচলনা করে দেখা যায়,দ্রব্য মুল্যের মুল্য তালিকা নেই, চাউল রাখার জন্য চটের বস্তার ব্যবহার না করে প্লাস্টিকের বস্তার ব্যবহার করছে এবং প্রতি বস্তা চাউলে দুই থেকে তিনশত টাকা বেশী দরে বিক্রি করছে। এ সকল অভিযোগে, বাগআঁচড়া বাজারের ছিদ্দিক স্টোর কে, ২,০০০/- মেসার্স সালাম স্টোরকে, ৫০০০/- আলামীন স্টোরকে,২০০০/- বৈশাখী কে ২০,০০০/- বাবুল স্টোরকে ২৫,০০০/- খলিল স্টোরকে ৫,০০০/- মওলা ভান্ডারকে, ১০,০০০/- বিসমিল্লা কে,২০,০০০/- ইসরাফিল স্টোরকে ৫,০০/- হারুন অর রশিদকে ৫০০/- ইউনুচ স্টোরকে ২০.০০০/- এবং রবিউল স্টোরকে, ৫০,০০০/- সহ মোট বার জন ব্যসায়ীকে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমান করা হয়। এবং আগামী এক সপ্তাহের মধ্যে মুল্য তালিকাসহ সকল অনিয়ম ঠিক করে নিতে নির্দেশ দেওয়া হয়।

তিনি আরো জানান, সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *