Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘ভারত থেকে মাস্ক আসছে বাংলাদেশে’

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের আবহে বাংলাদেশের কাবিলার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারত সরকার।  মঙ্গলবার ভারত সরকারের তরফ থেকে পাঠানো ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এক হাজার ৮০০ মাস্ক এবং ১৫ হাজার গিয়ার পেট্রাপোল-বেনাপোল স্থল বন্দর থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

ভারত সরকারের বিদেশ মন্ত্রনালয় জানায়, করোনাভাইরাস মোকাবেলায় ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা খুব প্রয়োজন তাই ভারত সরকারের তরফ থেকে এই সামগ্রী বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হবে।

এই সামগ্রী আগামীকাল ঢাকাতে ভারতীয় হাইকমিশনে পৌঁছাবে এবং তারপর বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

ভারতের দক্ষিণের রাজ্য কেরালার একটি সংস্থার দ্বারা নির্মিত এই সামগ্রী আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় এবং বিশেষ ছাড়পত্র ব্যবস্থা করে এই সামগ্রী নিয়ে যাওয়া হয় পেট্রাপোল সীমান্তে। করোনা ভাইরাসের প্রভাবে গত কয়েকদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে যদিও দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যত বন্ধ আজ ভারতের কাস্টমস অধিকারের অনুরোধে ক্লিয়ারিং এজেন্ট এবং মাস্ক ও হেড গিয়ার বেনাপলে পৌঁছে দেন।

বাংলাদেশ কাস্টমসের এক কর্মকর্তা বলেন, এটি একটি বিশেষ কন্সাইনমেন্ট, যা ভারত সরকারের তরফ থেকে পাঠানো হচ্ছে।

Exit mobile version