Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাসে ইতালিতে আরো ৭৪৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৬৮২০ জনে দাঁড়াল।

মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত নিয়ে তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়াল্ড মিটার্সের তথ্য অনুযায়ী, সব চেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭৪৩ জন মারা গেছে।

তবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ে দেশটিতে পাঁচ হাজার ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩৫ জন।

চীনের পর সবচেয়ে বেশি করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ১৭৬ জন। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে দেশটি ইতিমধ্যে সকল ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।

Exit mobile version