Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে একজন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর ইউনিয়নের শালদা গ্রামে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে পারভেজ খান (৩০) নামের একজন নিহত হয়েছে। নিহত পারভেজ খান ডাকাত দলের সদস্য ছিলেন বলে পুলিশের ভাষ্য।

পুলিশের দাবি, এঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তুল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও রামদা উদ্ধার করা হয়।
নিহত পারভেজ কুষ্টিয়া শহরের রাজারহাট এলাকার ইউসুফ আলী খানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে। বুধবার ভোররাত ৩টার দিকে সদর উপজেলার হরিপুর ইউনিয়নের শালদা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) গোলাম মোস্তফা জানান,পারভেজকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে সদর উপজেলার হরিপুর ইউনিয়নের শালদা গ্রামে পৌছালে উৎপেতে থাকা ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। দুই পক্ষের গোলাগুলির একপর্যায়ে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পারভেজকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তুল, ম্যাগাজিন, গুলি ও রামদা উদ্ধার করা হয়। এঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

Exit mobile version