Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুমারখালীতে পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযান!

৭০ হাজার টাকা জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে গতকাল দুপুরে পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। শহিদুল মিষ্টান্ন ভান্ডারের কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খানের নেতৃত্বে কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় মালিককে ১৫ হাজার টাকা জরিমনা করা হয়।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি)কুমারখালী নুর এ আলম এর যৌথভাবে জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে ছানা তৈরীর বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিকদের ছানা তৈরীর কারখানায় সংরক্ষিত দুধ অপরিচ্ছন্ন নোংরা পাত্রে রাখার অপরাধে পৃথকভাবে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।সেনিটারী ইন্সেপেক্টরমোঃ আরাফাত আলী, এসিল্যান্ড অফিসের নাজির শহিদুল ইসলাম,ইউএনও অফিসের টেকনিশিয়ান মোঃ শফিকুল ইসলাম ও থানা পুলিশের সদস্য ভ্যাম্যমান আদালত পরিচানায় সঞযোগীতা করেন।

Exit mobile version