অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী মহাবিপর্যয় নামিয়ে এনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের ১৯৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
চীনে তাণ্ডব চালিয়ে এখন ভাইরাসটি ব্যাপকভাবে প্রাণ কেড়ে নিচ্ছে ইউরোপের দেশ ইতালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৫০৩ জন।
দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২১০ জন।