Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাসে কম বয়সীদেরও প্রাণ যেতে পারে

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে এখন পর্যন্ত ৮০ বছরের উর্ধ্বে মৃত্যু হয়েছে মোট ২০ শতাংশ। বিশ্বে এখনও পর্যন্ত ৪.২৩ লক্ষ মানুষ করোনা আক্রান্ত। মৃত্যুর সংখ্যা সারে ১৮ হাজারের বেশি।

পরিসংখ্যান বলছে, ৮০ বছরের বেশি বয়সে মৃত্যু হয়েছে ২১.৯ শতাংশ। এরপর রয়েছেন ৭০ থেকে ৭৯ বছর বয়সী মানুষ। যাদের মৃত্যুর হার ৮ শতাংশ। ৬০ থেকে ৬৯ বয়সে ৩.৬ শতাংশ এবং ৫০ থেকে ৫৯ বয়সে মৃত্যুর হার ১.৩ শতাংশ। তবে, ১০ থেকে ৪০ বছর বয়সী মানুষ যে করোনা আক্রান্তে মারা যাননি এমনটা নয়।
চিকিৎসকদের মতে, ষাটোর্ধ্ব মানুষ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টজনিত রোগে ভোগেন। করোনা তাদেরকে আরও বেশি কাবু করতে সক্ষম হয়। তবে, মোট মৃত্যুর ০.২ শতাংশ ১০ থেকে ৪০ বছর বয়সী মানুষ করোনার কামড়ে প্রাণ হারিয়েছে এমনও নজির রয়েছে।

WHO প্রধান টেড্রস আধানম জানিয়েছেন, করোনা মোকাবিলায় তরুণ-তরুণীরা অপরাজেয়, এমনটা ভাববার কোনও কারণ নেই। তাদেরকেও সাবধানে থাকার বার্তা দেওয়া হয়েছে। ট্রেডসের কথায়, এমনও দেখা গেছে এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি থেকেও কম বয়সী মানুষের মৃত্যু হয়েছে।

Exit mobile version