অনলাইন ডেস্ক : সারা বিশ্বে কভিড-১৯ করোনাভাইরাসে ৪ লাখ ২২ হাজার ৮২৯ ব্যক্তি আক্রান্ত হয়েছেন। ১৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। কোনো টিকা না থাকায় করোনা ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশেই এখন লকডাউন করে রাখা হয়েছে। করোনার কারণে ২৫০ কোটি মানুষের চলাফেলা নিয়ন্ত্রণ করা হচ্ছে। খবর সিএনএনের।
কভিড-১৯ করোনাভাইরাসে আজ বুধবার পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৯০৭ জন। এখনো আশঙ্কাজনক অবস্থায় আছেন ১৩ হাজার ৯৫ জন। তবে করোনাভাইরাস সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১০২ জন।