‘সংবাদপত্র’ থেকে করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা নেই : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : সংবাদপত্র থেকে কভিড-১৯ করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা দেখছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারণ তা ছাপা হয় পুরো যান্ত্রিক ব্যবস্থায়। প্যাকেটও করা হয় যন্ত্রেই। শুধু খবরের কাগজ নয়, ডাকে পাঠানো বা অনলাইনে অর্ডার করা পণ্যের প্যাকেট নিয়েও আশঙ্কার কিছু দেখছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, কেউ সংক্রমিত হলেও তার থেকে প্যাকেটে বা খবরের কাগজে করোনাভাইরাস ছড়ানোর যাওয়ার শঙ্কা কম। তা ছাড়া, এই ধরনের প্যাকেট ও সংবাদপত্র বহু এলাকা ও নানা রকম তাপমাত্রা পার করে পৌঁছায়। এ কারণে ওই সব প্যাকেটের বা কাগজের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা আরও কম।
বর্তমানে ১৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। কোথাও সংবাদপত্র, ছাপা পত্রপত্রিকা বা চিঠি থেকে কভিড-১৯ হওয়ার ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *