বেনাপোলে করোনা প্রতিরোধে সেনাবাহিনী,পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের টহল

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : দেশে করোনা সংক্রমণ  বিস্তার রোধে দেশের সর্ববৃহত্তম বেনাপোল বন্দর এলাকায়  সেনাবাহিনী টহল শুরু হয়েছে।

বৃহস্পতিবার(২৬ মার্চ): দুপুর ১২ টায় বন্দর এলাকায় নামে সেনাবাহিনী,পুলিশ ও  ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় আতঙ্কে অপ্রয়োজনে  রাস্তায় থাকা মানুষ এলাকা ছাড়লে  জনশুণ্য হয় রাস্তা ঘাট। বন্ধ হয়ে যায়  বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। তবে এসময় অনুমোদিত ঔষধ ও খাদ্য দ্রবসহ অনান্য দোকান খোলা রাখা ছিল।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল জানান, বিশ্বে আজ করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বার বার অনুরোধ ও নির্দেশনা দেওয়া হলেও অনেকে নির্দেশনা না মেনে চলাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছে। এতে সংক্রমণের ঝুকি দিস দিন বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে যৌথ টহল দেওয়া হয়েছে।
যৌথ টহলে অংশ নেয় শার্শা উপজেলা নির্বাহী মেজিস্টেড (ভূমি) খোরশেদ আলম,
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান, ফায়ার সার্ভিস কর্মকর্তা তৌহিদুর রহমান ও সেনাবাহিনী সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *